নীরবে কেন তানজিন তিশার ওয়েব ফিল্মের শুটিং, জানালেন পরিচালক

নীরবে কেন তানজিন তিশার ওয়েব ফিল্মের শুটিং, জানালেন পরিচালক

তানজিন তিশা ছাড়া এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, এ কে আজাদ সেতু, রওনক রিপন, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ। নতুন ওয়েব ফিল্ম নিয়ে সঞ্জয় সমদ্দার আত্মবিশ্বাসী। বললেন, ‘নির্মাতা হিসেবে আমার মতো কাজ করতে পছন্দ করি। প্রতিটি কাজ আমার কাছে পরীক্ষার মতো। যেন নিজের শেষ কাজটির চেয়ে নতুন কাজটি আরও ভালো কিছু করতে পারি। ফলে এই কাজেও চেষ্টা ছিল নিজেকে অতিক্রম করার। গল্পটা সাসপেন্স থ্রিলার। নির্মমতা আছে। একেকটা মানুষ টিকে থাকার জন্য কত রকমের যুদ্ধ করে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।’

Scroll to Top