হারারে, ০৮ আগস্ট – সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জিম্বাবুয়ের তারকা ব্যাটার ব্রেন্ডন টেলর। আইসিসি দুর্নীতি দমন আইনের বেশ কয়েকটি ধারা ভাঙায় তিনি নিষিদ্ধ হয়েছিলেন। সম্প্রতি শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেই ডাক পান টেইলর। গতকাল (৭ আগস্ট) থেকে শুরু হওয়া টেস্টে নেমেই তিনি বাংলাদেশি তারকা মুশফিকুর রহিমের রেকর্ড ভেঙেছেন।
এতদিন সেই রেকর্ডে মিস্টার ডিফেন্ডেবল সবার ওপরে ছিলেন। বর্তমানে সক্রিয় (এখনও খেলছেন) ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা সময় টেস্ট খেলার রেকর্ডটি দখলে নিয়েছেন ব্রেন্ডন টেইলর। ৩৯ বছর বয়সী এই ব্যাটারের গতকাল টেস্ট খেলার বয়স দাঁড়িয়েছে ২১ বছর ৯৩ দিন। যা এখনও আন্তর্জাতিক ক্যারিয়ার চলমান এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।
টেলর নতুন করে আর ক্রিকেটে না ফিরলে অভিজ্ঞ বাংলাদেশি তারকাই হতেন বর্তমানে লম্বা সময় টেস্ট খেলুড়ে শীর্ষ ক্রিকেটার। ২০০৫ সালের ২৬ মে টেস্টে অভিষেক হয়েছিল মুশফিকের। গত ২৮ জুন শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। সেই অনুসারে তার টেস্ট খেলার বয়স ২০ বছর ৩৩ দিন। যা সবমিলিয়ে বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয়।
মুশফিক ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডেকে বিদায় বলে দিয়েছেন। ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন কেবল টেস্ট ক্রিকেটের দুয়ার খোলা ৩৮ বছর বয়সী এই বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটারের সামনে। এখন পর্যন্ত ৯৮ টেস্টে ৯ সেঞ্চুরি ও ৪৯ হাফসেঞ্চুরিতে তার রান ৬৩২৮। যা টেস্টে বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ। তিন ফরম্যাট মিলিয়েও মুশফিক এখনও বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক। ৪৭৪টি ম্যাচে তিনি ১৫৬২৩ রান করেছেন।
এদিকে, ব্রেন্ডন টেলর বর্তমানে সক্রিয় সবচেয়ে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারদের মধ্যেও সবার শীর্ষে উঠে গেছেন। ২০০৪ সালের এপ্রিলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ওয়ানডে দিয়ে। তাই টেইলরের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স এখন ২১ বছর ১০৯ দিন। এদিক থেকে টেলরের পরের দুটি স্থানে আছেন উইলিয়ামস এবং মুশফিক।
বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে এতদিন সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল শন উইলিয়ামসের। কিউইদের বিপক্ষে তিনিও একই টেস্টে টেলরের সঙ্গে খেলছেন। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল উইলিয়ামসের। আরও ৮ বছর পর তার টেস্টে অভিষেক হয়। কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ২০ বছর ১৬৩ দিন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ আগস্ট ২০২৫