নির্যাতিতদের সহায়তায় বিএনপির নতুন সেল গঠন

নির্যাতিতদের সহায়তায় বিএনপির নতুন সেল গঠন

নির্যাতিতদের সহায়তায় বিএনপির নতুন সেল গঠন

‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এর আন্দোলনে গুম-খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মী ও পরিবারগুলোকে সার্বিকভাবে সহযোগিতা করতে এবার নতুন সেল গঠন করেছে বিএনপি। ‘আমরা বিএনপি পরিবার’ নামে এই সেলটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে দলটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে এ সেল করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মনকে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনকে (মিথুন)। সেলের সদস্যরা হলেন নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মো. মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ, মো. রুবেল আমিন ও মো. শাহাদত হোসেন।

এছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে এই সেলের উপদেষ্টা করা হয়েছে।

/এমএন

Scroll to Top