নির্বাচনমুখী হচ্ছে দলগুলো

নির্বাচনমুখী হচ্ছে দলগুলো

গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর এ বিষয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁদের ধারণা, বিএনপির মতামত নিয়ে সরকার জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে। এর খসড়া সব রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। অনেকটা শেষ মুহূর্তে এসে গত শুক্রবার রাতে গুলশানে এক বৈঠকে জামায়াতকে সম্পৃক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপির তিন নেতাসহ সরকারের ছয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ইসলামী আন্দোলনের একজন নেতা প্রথম আলোকে জানান, দুজন উপদেষ্টা তাঁদের ফোন করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে যাওয়ার অনুরোধ করেন। সে অনুযায়ী ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অনুষ্ঠানে যোগ দেন।

এদিকে জুলাই ঘোষণাপত্রে কিছু বিষয় অনুপস্থিত থেকে গেছে বলে মনে করছে এনসিপি। গতকালের সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচনের আগেই গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্যপালনীয় কর্তব্য। জুলাই ঘোষণাপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলো অবশ্যই বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে।

Scroll to Top