প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আইন-শৃঙ্খলা কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ (২৮ জুলাই) সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আইন-শৃঙ্খলা কমিটির এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর কোঅর্ডিনেশন বাড়ানোর উপরে জোর দেওয়া হয়েছে সভায়।
নির্বাচনকে সামনে রেখে আগামী মাসে দেড়লাখ পুলিশ সদস্যের ট্রেনিং হবে বলে জানা গেছে। এছাড়া নির্ভাচনে স্টাইকিং ফোর্স হিসেবে ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে বলে সভার আলোচনা সূত্রে জানা গেছে।
নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের বিষয়টিও আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ওই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।