নারী সমর্থককে জড়িয়ে ধরে নিষিদ্ধ ইরানের গোলকিপার | চ্যানেল আই অনলাইন

নারী সমর্থককে জড়িয়ে ধরে নিষিদ্ধ ইরানের গোলকিপার | চ্যানেল আই অনলাইন

ইরানের ফুটবল লিগের ম্যাচে নারী সমর্থককে জড়িয়ে ধরার অভিযোগ ওঠেছিল দেশটির শীর্ষ পর্যায়ের ক্লাব ইসতেগলালের গোলকিপার হোসাইন হোসেইনির উপর। অভিযোগের দায়ে এবার নিষিদ্ধ হয়েছেন তিনি। ইরানের সংবাদমাধ্যমগুলো খবরটি জানিয়েছে।

গত ১২ এপ্রিল ম্যাচ চলাকালীন ইসতেগলালের এক নারী সমর্থক দৌড়ে মাঠে প্রবেশ করেন। নিরাপত্তাকর্মীরা আটকানোর চেষ্টা করেও আটকাতে পারেননি তাকে। হোসেইনি তখন এগিয়ে গিয়ে ওই নারী সমর্থককে জড়িয়ে ধরেন। পরে নিরাপত্তা কর্মীরা সমর্থকে সরিয়ে নেয়ার চেষ্টা করেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এ ঘটনার পর হোসেইনিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। এমনকি ৪৭০০ ডলার সমপরিমাণ অর্থ জরিমানা করে ইরানের ফুটবল ফেডারেশন।

ফেডারেশন বলছে, ম্যাচে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন হোসেইনি।

২০১৮ সালে ইরানের জার্সিতে অভিষেক হয় হোসেইনির। জাতীয় দলের জার্সিতে এ পর্যন্ত খেলেছেন ১১টি ম্যাচ। ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও খেলেছেন তিনি।

আর ২০১২ সাল থেকে ইসতেগলালের গোলপোস্ট পাহারা দিচ্ছেন এই গোলকিপার।

Scroll to Top