মিরপুরে চলছে মুস্তাফিজের দাপট, নতুন বল হাতে মুস্তাফিজ হোম অব ক্রিকেটের রাজা। ফিজের সঙে এদিন পেস আক্রমণে যোগ দেন অভিষিক্ত খালেদ আহমেদ, তিনিও ছিলেন দুর্দান্ত। পেসারদের সাথে নাসুম-মেহেদীরাও এদিন রাখেন অবদান। নিউজিল্যান্ড অলআউট হয়েছে ২৫৪ রানে। ম্যানকাড আউটের পর ফিরে এসে সোধি করেন আরও ১৮ রান।
দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে বাংলাদেশ। আগের দিন টস জিতে নিয়েছিল বোলিং, আজ টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। আগের ম্যাচের মতোই যেন স্ক্রিপ্ট লিখে আজকের ম্যাচে নামলেন মুস্তাফিজুর রহমান। তার হাতেই বাংলাদেশ পায় শুরুর ব্রেকথ্রু। ইনিংসের তৃতীয় ওভারে ফিজের শিকার হয়ে শূন্য হাতে ফেরত যান উইল ইয়াং। মুস্তাফিজের বাউন্সে ধুঁকতে থাকা ইয়াং উইকেট হারান বলে ব্যাট ছুঁইয়ে।
কিউই আরেক ওপেনার ফিন অ্যালেন মুস্তাফিজের সুইং সামলাতে ব্যর্থ হয়ে ফার্স্ট স্লিপে সৌম্য সরকারের হাতে তুলে দেন ক্যাচ। ফিজের জোড়া শিকারে স্কোরবোর্ডে ২৬ উঠতেই নেই নিউজিল্যান্ডের দুই ওপেনার। দেশের হয়ে ১২টি টেস্ট খেলা খালেদ আহমেদের আজ ওয়ানডেতে অভিষেক। রঙিন পোশাকে খালেদ অভিষেক রাঙান চ্যাড বোয়েসকে ফিরিয়ে। শুরুর পাওয়ার-প্লে শেষের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে রীতিমতো বিপাকে পড়ে যায় সফরকারী দল।
এরপর এসে হাল ধরেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। এই দুইয়ের ব্যাটে দারুণভাবে বড় সংগ্রহের দিকে ছুটে নিউজিল্যান্ড। নাসুম-মেহেদী মিলে দশ ওভার স্পিন করেও আসেনি সাফল্য। ৯৫ রানের এই জুটি ভাঙতে আনা হয় খালেদকে। খালেদের হাতেই মিলে ব্রেকথ্রু, ভাঙে নিকোলস-ব্লান্ডেলের ৯৫ রানের জুটি। আগের ম্যাচে ৬ রানের জন্য ফিফটি মিস করা হেনরি নিকোলস আজ ফিরেছেন ১ রানের আক্ষেপ নিয়ে।
এরমাঝেই ব্লান্ডেল পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। তবে আগের ম্যাচে ডাক হয়ে ফেরা রাচিন রবীন্দ্র আজও হয়েছেন ব্যর্থ। নামের পাশে ১০ রান যোগ করতেই রবীন্দ্র পড়ে মেহেদীর বলে লেগ বিফোরের ফাঁদে। নিশ্চিত আউট বুঝে রিভিউ নষ্ট না করেই প্যাভিলিয়নের পথে হাটা ধরেন রবীন্দ্র। ফিফটি হাঁকানো ব্লান্ডেল ছিলেন দারুণ ছন্দেই, কিন্তু হাসান মাহমুদের গতির তোপে ব্যক্তিগত ৬৮ রানে তাকে থামতে হয়। হাসান মাহমুদের ইয়র্কার ডেলিভারিতে অফ স্টাম্প উপড়ে যায় ব্লান্ডেলের। দলীয় ১৬৬ রানে নিউজিল্যান্ড হারায় তাদের ৬ষ্ঠ উইকেট।
থিতু হয়ে ২০ রান করে ফেলা কোল ম্যাককনিকে ফিরিয়ে নাসুম পান প্রথম উইকেটের দেখা। নাসুমের লেগ বিফোরের আবদনে দ্রুতই সাড়া দেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি ম্যাককনি। এরপর ২০ রানে থাকা কাইল জেমিসনকে নিজের বলে ফিরতি কায়চ নিয়ে ফেরান মেহেদী হাসান। মেহেদীর তৃতীয় শিকার কিউই অধিনায়ক লকি ফার্গুসন।
নাটকীয়তাই জীবন পাওয়া ইশ সোধিই দলকে এনে দিলেন চ্যালেঞ্জিং সংগ্রহ। পরে এসে নামের পাশে যোগ করেন আরও ১৮ রান। শেষ ব্যাটার হিসেবে ৩৫ রানে সোধি লিটনের হাতে ক্যাচ তুললে ২৫৪ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।