‘নতুন কিছু দেখবেন’ বললেন শান্ত | চ্যানেল আই অনলাইন

‘নতুন কিছু দেখবেন’ বললেন শান্ত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সিলেট থেকে: দুই যুগেরও বেশি সময় ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। আশানুরূপ খুব একটা সাফল্য মেলেনি এখনও। এমনকি এখনও টেস্ট সংস্কৃতিটাও গড়ে উঠেনি দেশের ক্রিকেটে। জিম্বাবুয়ে টেস্টের আগেও টেস্ট সংস্কৃতি নিয়ে প্রশ্ন এসেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র কাছে। বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। তবে আশার বাণী শুনিয়ে বললেন, ‘নতুন কিছু দেখবেন।

শনিবার সিলেট টেস্টের শেষ প্রস্তুতি সেরে নিয়েছে টিম টাইগার্স। পরে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, ‘এতো বছর টেস্ট খেলার পরও যখন আমাদের টেস্ট সংস্কৃতি নিয়ে কথা বলতে হয় তাহলে খুবই দুঃখজনক। তবে আমার মনে হয়, যদি গত বছর থেকে শুরু করি, আমরা চারটা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২টি টেস্টের মধ্যে। চারটি ম্যাচই বড় দলের বিপক্ষে।’

গত বছর দেশের বাইরে তিনটি টেস্ট জিতেছে বাংলাদেশ- পাকিস্তানের মাটিতে দুটি, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটি। বিষয়টি মনে করিয়ে দিয়ে নতুন কিছুর কথা শোনালেন বাংলাদেশ অধিনায়ক। বলেছেন, ‘গত বছর থেকেই কীভাবে টেস্ট দলটায় একটা সংস্কৃতি তৈরি করতে পারি বা আমরা কীভাবে খেলাটা খেলতে চাই এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। নতুন কোচ আসার পরে তার একটা পরিকল্পনা আছে, সে আসলে কীভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায়, যেগুলো এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করেছেন। পাশাপাশি আমরা যারা খেলছি, আমাদের একটা ইনপুট তো ছিলই। আমি আশা করব এ বছর যে পাঁচ-ছয়টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন।’

বাংলাদেশ দলে পরিবর্তন দরকার বলে মনে করছেন শান্ত। বলছেন, ‘আমি বিশ্বাস করি, যেহেতু আমাদের গত ২০-২২ বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। তাই এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কিছু পরিবর্তনের দরকার আছে। ওই পরিবর্তনটাই করার চিন্তা করছি। আমি আশা করব যে এই পরিবর্তন আমাদের টেস্ট ক্রিকেটে কাজে লাগবে।’

Scroll to Top