দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ কমপ্লিট শাটডাউন | চ্যানেল আই অনলাইন

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ কমপ্লিট শাটডাউন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ২৮ আগস্ট পূর্ণ কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে আয়োজিত সমাবেশ থেকে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এই ঘোষণা দেন। তিনি জানান, বৃহস্পতিবার সারাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একইদিন বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

লিপু অভিযোগ করে বলেন, “আমাদের তিন দফা দাবির কোনোটি পূরণ হয়নি। যারা নীতিনির্ধারণে বসে আছেন, তারা আসলে আমাদের আন্দোলনের বিষয়ে কিছুই জানেন না।”

বুধবার রাতে শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আশ্বাস দিয়ে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিন সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছিল অনাকাঙ্ক্ষিত। শিক্ষার্থীদের দাবি মূলত চাকরি ও নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “দাবি-দাওয়া ও আলোচনার পথ খোলা আছে। তবে কথায় কথায় শাহবাগ অবরোধ বা যমুনায় যাওয়া সমাধান নয়। ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে।”

Scroll to Top