দেশের বাজারে নতুন ব্র্যান্ডের তিনটি স্মার্টঘড়ি

দেশের বাজারে নতুন ব্র্যান্ডের তিনটি স্মার্টঘড়ি

দেশের বাজারে এক্স ব্র্যান্ডের তিনটি মডেলের স্মার্টঘড়ি এনেছে ডিএক্স গ্রুপ। এক্স ওয়াচ এসই, এক্স ওয়াচ ওয়ান এবং এক্স ওয়াচ ওয়ান প্রো মডেলের স্মার্টঘড়িগুলোয় দ্রুত ফোনকলসহ বিভিন্ন সুবিধা রয়েছে। নতুন ঘড়িগুলোর মধ্যে এক্স ওয়াচ ওয়ান মডেলে হোয়াটসঅ্যাপে কল করা যায়। এ ছাড়া এক্স ওয়াচ ওয়ান প্রোতে থ্রিডি ইন্টারফেস থাকায় স্বচ্ছন্দে বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায়। স্মার্টঘড়িগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ২ হাজার ৯৯ টাকা, ২ হাজার ৯৯৯ টাকা এবং এক্স ৪ হাজার ৪৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএক্স গ্রুপ।

Scroll to Top