দুর্দান্ত ফিচারসহ আসতে চলেছে OnePlus Ace 5S, লিক হল ডিটেইলস

দুর্দান্ত ফিচারসহ আসতে চলেছে OnePlus Ace 5S, লিক হল ডিটেইলস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাসের আপকামিং OnePlus Ace 5S ফোনটি OnePlus Ace 5 ফোনের লো ভেরিয়েন্ট এবং OnePlus Ace 3V ফোনের সাক্সেসার হতে পারে বলে আশা করা হচ্ছে। গত বছরের শেষের দিকে OnePlus Ace 5 Series লঞ্চ করা হয়েছিল, তবে 2025 সালের এপ্রিল বা মে মাসের মধ্যে মিড রেঞ্জে OnePlus Ace 5S ফোনটি পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি লঞ্চের বেশ কিছুটা সময় বাঁকি রয়েছে, এর আগেই Ace 5S ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

দুর্দান্ত ফিচারসহ আসতে চলেছে OnePlus Ace 5S, লিক হল ডিটেইলস

OnePlus Ace 5S এর সম্ভাব্য স্পেসিফিকেশন
টিপস্টার Digital Chat Station (DCS) এর পক্ষ থেকে ফোনের নাম জানানো হয়নি, তবে আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী এটি OnePlus Ace 5S ফোন হতে পারে বলে মনে করা হচ্ছে।

ডিজাইন: ফোনের ক্যামেরা আইল্যান্ড মিনিমালিস্টিক হতে পারে। তবে টিপস্টারের বক্তব্যের সঠিক অর্থ বোঝা যায়নি। এই ফোনের ক্যামেরা ডিজাইন OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro ফোনের বড় গোলাকার ক্যামেরা মডিউলের তুলনায় আলাদা রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়াও ফোনের Alert Slider ডিজাইনের পরিবর্তে কাস্টমাইজেবল ‘Magic Cube’ দেওয়া হতে পারে।

ডিসপ্লে: ফোনটির ফ্রন্টে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.83 ইঞ্চির ফ্ল্যাট LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

প্রসেসর: ওয়ানপ্লাসের আপকামিং ফোনটিতে Dimensity 9400+ SoC দেওয়া হতে পারে। এটি এপ্রিলে স্ট্যান্ডার্ড Dimensity 9400 চিপসেটের শক্তিশালী আপগ্রেড হিসেবে পেশ করা হতে পারে। প্রসঙ্গত এটি একটি 4nm ফেব্রিকেশনে তৈরি 3.63 GHz ক্লক স্পীডযুক্ত Dimensity 9400 প্রসেসর হবে।

ক্যামেরা: ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। এই মডেলে টেলিফটো লেন্স থাকবে না, তবে টপ মডেলে দেওয়া হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W বা 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh সিলিকন ব্যাটারি দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি 7,500mAh ব্যাটারি নিয়েও ভাবনাচিন্তা করছে, তবে এক্ষেত্রে সেফটি স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য চার্জিং স্পীড কিছুটা কম হতে পারে।

আপকামিং OnePlus Ace 5S ফোনের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

Scroll to Top