দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস। তাতে ছিলেন না কোনো ক্রিকেটার। বাসে চট্টগ্রাম দলের টিম বয়রা ছিলেন আর ছিল ক্রিকেটারদের সরঞ্জাম। রোববার সকাল সাতটায় বাসটি সীতাকুন্ডে পৌঁছালে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। তবে কারোর কোনো ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।

বাসটির সম্মুখভাগের অংশ দুমড়েমুচড়ে গেছে। শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিকেল চারটা ফ্লাইটে বন্দরনগরীতে যাবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লে-অফে ওঠার শেষের লড়াই হবে চট্টগ্রামে। বন্দরনগরীতে ১৩ ফেব্রুয়ারি শুরু বিপিএলের পরের পর্ব। ঢাকা পর্বের শেষ তিন ম্যাচের দুটিতে হারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঘুরে দাঁড়াতে চায় ঘরের মাঠে ফিরে।

শনিবার মিরপুরে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াই জমাতে পারেনি চট্টগ্রাম। ২১২ রানের বড় লক্ষ্যের সামনে অসহায় আত্মসমর্পন করে দলটি।

শুরু থেকেই ব্যাটিং দেখে মনে হয়েছে হারের ব্যবধান কমানোর জন্য কেবল লড়ছে তারা। জয়ের তাগিদ ছিল না ব্যাটিংয়ের ধরণে। ওপেনার সৈকত আলীর ফিফটি ও শেষদিকে অধিনায়ক শুভাগত হোমের ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে দেড়শ পেরোয় চ্যালেঞ্জার্স। হারতে হয় ৫৩ রানের বড় ব্যবধানে।

৪১ বলে ৫৮ রানের ইনিংস খেলা সৈকত ম্যাচশেষে বলেন চট্টগ্রামে নিজেদের সেরাটা উপহার দিতে প্রস্তুত তার দল, ‘চট্টগ্রামে আশা করছি ভালো কিছুর। যেহেতু আমাদের হোম গ্রাউন্ড দর্শক-সমর্থন পাব। আশা করছি ভালো খেলে প্লে-অফ নিশ্চিত করতে পারব। চট্টগ্রাম থেকেই আমরা ঘুরে দাঁড়াবো।’

শেষ তিন ম্যাচের দুটিতে হারলেও প্লে-অফের লড়াইয়ে ভালো অবস্থানেই আছে চট্টগ্রাম। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে তারা। শেষের চারটি ম্যাচ তারা খেলবে হোম গ্রাউন্ডে।

Scroll to Top