দুর্গাপূজায় পাঁচ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

দুর্গাপূজায় পাঁচ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত
Nagod
KSRM

আসন্ন দুর্গাপূজায় ভারতে সর্বোচ্চ পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করা হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভার সিদ্ধান্ত অবগতির লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে’ এ তথ্য জানান তিনি।

Bkash July

ইলিশের ভরা মৌসুমে এখন পর্যন্ত ইলিশের বাজার চড়া তারপরও রপ্তানির এমন সিদ্ধান্ত বাজারে কেমন প্রভাব ফেলবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন: ইলিশ আমরা নিয়মিত রপ্তানি করি না। শুধু দুর্গাপূজায় যেসব বাঙালি আমাদের মতো ইলিশ খেয়ে থাকেন, তাদের জন্য এই উৎসবের সময় শুভেচ্ছাস্বরূপ ইলিশ দেওয়া হয়। যেমন আমের সময়, আমরা আম পাঠাই। সারাবছর কিন্তু আমরা এক ছটাকও ইলিশ রপ্তানি করিনি।

১৫ দিন থেকে ১ মাসের মধ্যে এই ইলিশ রপ্তানি হবে বলে জানান টিপু মুনশি।

Reneta June

পাঁচ হাজার টন ইলিশ রপ্তানির পক্ষে যুক্তি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন: দেশে বছরে ছয় লাখ টন ইলিশ উৎপাদন হয়। সেই হিসাবে প্রতিদিন যদি আমরা ধরি, তাহলে গড়ে দুই হাজার টন ইলিশ ধরা হয়। বড়জোর পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করবো। তাতে দুদিনের উৎপাদন আমরা তাদের দেবো এই পূজার সময়।

এছাড়া সভায় আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয় সভা থেকে। প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে ব্যাপক আকারে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

I Screen Ami k Tumi
Scroll to Top