দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দু’জনের যাবজ্জীবন

দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দু’জনের যাবজ্জীবন
Nagod
KSRM

বরিশালে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি  দণ্ডিত দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।

রায় ঘোষণার সময় দুই দণ্ডিত এজলাসে উপস্থিত ছিলেন।  সেমাবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি হুমায়ুন কবির।

Bkash July

দন্ডিতরা হলেন, বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহতী বাটরা গ্রামের সুবীর হালদারের ছেলে রজত হালদার (৩৬) ও উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত আরজ আলী বালীর ছেলে আবুল হোসেন বালী (৪৫)।

দুই মামলার বরাতে বেঞ্চ সহকারি হুমায়ুন কবির জানান, ২০১২ সালের ৫ জুন বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহতী বাটরা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেতে গরু তাড়াতে যায় ১১ বছর বয়সী শিশুকন্যা। ক্ষেতের পাশে থাকা রজত তখন ওই শিশুকন্যার মুখ চেপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুকন্যার বাবা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেন। থানার উপপরিদর্শক ইদ্রিস আলী ২০১২ সালের ৪ আগস্ট রজতকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেন। বিচারক ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন।

Reneta June

২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরে ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে খাবারের প্রলোভন দেখিয়ে দোকানের পেছনে নিয়ে দোকানী আবুল হোসেন বালী তাকে ধর্ষণ করে।  সেসময় এক ক্রেতা এসে  আবুল হোসেনকে না পেয়ে  শিশুকে ধর্ষণ করতে দেখে মাদ্রাসায় গিয়ে জানিয়ে দেন। পরে মাদ্রাসার শিক্ষকরা গিয়ে ওই শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে মামলা করেন।

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির একই বছরের ২৩ জুন এ ঘটনায় আদালতে চার্জশীট জমা দেন। বিচারক ৪ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেন।

I Screen Ami k Tumi
Scroll to Top