এরপর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রথমে চিকিৎসা দেওয়া হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের কিডনিতে জটিলতা ধরা পড়ে।
হাসপাতাল সূত্র জানায়, দুজনেরই কিডনি ডায়ালাইসিস করাতে হচ্ছে। সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল হাসানের তত্ত্বাবধানে তাঁদের ডায়ালাইসিস চলছে। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস প্রয়োজন হচ্ছে।
জানতে চাইলে রফিকুল হাসান আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সিজারিয়ান অস্ত্রোপচারের পর দুজন রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। বাইরের হাসপাতালে সিজারিয়ানের পর পার্কভিউতে আসেন। এখানে তাঁদের কিডনি বিকল অবস্থায় পাওয়া যায়। এখন ডায়ালাইসিস চলছে। আশা করি, আস্তে আস্তে কিডনি কাজ করবে। তাঁদের বেশ কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে।’