ভারতের রাজধানী দিল্লিতে শনিবার ভারী বৃষ্টিপাতের কারণে শহর স্তব্ধ হয়ে পড়ে। শহরের অনেক এলাকা, যেমন পঞ্চকুইয়ান মার্গ, মথুরা রোড, এবং ভারত মণ্ডপমের বাইরের সড়কে জলাবদ্ধ হয়ে যানজট সৃষ্টি করেছে। এর ফলে ১৮০ টি ফ্লাইট বিলম্ব হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি ৯ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, দিল্লি বিমানবন্দরে কমপক্ষে ১৮২টি ফ্লাইটের শিডিউল বিলম্বিত হয়েছে। এছাড়া, দিল্লিতে আগমনের জন্য পরিকল্পিত ৩০টিরও বেশি ফ্লাইটেও বিলম্বের খবর পাওয়া গেছে।
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য বিশেষ পরামর্শ জারি করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ভারতের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, দিল্লিতে বর্তমানে ভারী বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরের আশপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যাত্রীদের তাদের যাত্রা পরিকল্পনা আগে থেকে সাজানোর জন্য এবং বিলম্ব এড়াতে দিল্লি মেট্রোর মত বিকল্প পরিবহন ব্যবহার করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। সর্বশেষ ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
অনেক বিমান সংস্থাও যাত্রীদের সতর্ক করে তাদের ফ্লাইটের অবস্থা চেক করার পরামর্শ দিয়েছে।