Last Updated:
আবুতারা এলাকার বাসিন্দা ঋতু চক্রবর্তী বাড়ির উঠোনে এদিন এক তাজা বোমা উদ্ধার হয়। বাড়ির মানুষেরা তাজা বোমা দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

দিনহাটা: আচমকাই চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোবরা ছাড়া নয়ারহাট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ। এদিন এক বাড়ির উঠোন থেকে যা উদ্ধার হয়। মুহূর্তে গোটা এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আবুতারা এলাকার বাসিন্দা ঋতু চক্রবর্তী। হঠাৎ করেই তাঁদের বাড়ির উঠোনে তাজা সুতলি বোমা পড়ে থাকতে দেখে বাড়ির সদস্যরা।
Jalpaiguri News: খেয়ে ফেলল আস্ত ছাগল! তারপর খাঁচার মধ্যে যা হল লেপার্ডের