দিনাজপুরে দীর্ঘ ৫৫ বছর পর শিয়া সম্প্রদায়ের শোক মিছিল | চ্যানেল আই অনলাইন

দিনাজপুরে দীর্ঘ ৫৫ বছর পর শিয়া সম্প্রদায়ের শোক মিছিল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দীর্ঘ ৫৫ বছর পর দিনাজপুর জেলায় শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে পবিত্র চেহলাম উপলক্ষে শান্তিপূর্ণ শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের মিশন রোডস্থ ইমামবাড়া থেকে শুরু হয়ে মিছিলটি সার্কিট হাউস রোড, ডিসি অফিস সড়ক, লিলির মোড়, বাহাদুর বাজার হয়ে পুনরায় ইমামবাড়ায় এসে শেষ হয়।

এই শোক মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলী। মিছিল শুরুর আগে ধর্মীয় বয়ান প্রদান এবং উপস্থিতিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এই শোক মিছিলের মাধ্যমে দীর্ঘদিন পর দিনাজপুরের শিয়া মুসলিমদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও ঐক্য সৃষ্টি হয়েছে।

শোক মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত মাওলানা আফতাব হোসেন নাগবি, শরিয়তপুর থেকে আগত মাওলানা পিয়াল হাসান, বগুড়া থেকে মাওলানা মোজাফফর হোসেন, ঘোড়াঘাট থেকে মাওলানা মাজেদুল ইসলাম, এবং সৈয়দপুর থেকে মেহেদী হাসান প্রমুখ।

Scroll to Top