বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল বুধবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ৩৯ বর্ষী তারকা ব্যাটার। তার বিদায়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোত্তর্জা।
মাহমুদউল্লাহর আঠারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানা প্রসঙ্গে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ।’
‘তোর নামের পাশে যে সংখ্যাগুলি আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি। মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়!’
‘অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।’
‘ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলি উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’
টেস্ট ও টি-টুয়েন্টির দুই সংস্করণকে আগেই বিদায় বলেছিলেন রিয়াদ। সদ্য ছেড়ে দেয়া ফরম্যাটে, ২৩৯ ওয়ানডে খেলে ৫৩ ম্যাচ ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন। তার রান ৫,৬৮৯। সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ১২৮ রানের। ৪টি সেঞ্চুরির পাশাপাশি ৩২টি ফিফটি রয়েছে নামের পাশে। ২৩৯ ম্যাচের মধ্যে ১৫৩ ইনিংসে বল করে ৮২ উইকেট শিকার করেছেন। ৪ রানে ৩ উইকেট তার সেরা ওয়ানডে বোলিং।