তিলতিল করে গড়ে তুলেছিলেন গ্রামবাসীরা, বর্ষায় সেটাও গেল! কী করবেন, ভেবেই অস্থির মানুষ

তিলতিল করে গড়ে তুলেছিলেন গ্রামবাসীরা, বর্ষায় সেটাও গেল! কী করবেন, ভেবেই অস্থির মানুষ

Last Updated:

নিজেদের যাতায়াতের সুবিধার জন্য চাঁদা তুলে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে সাঁকো তৈরি করেছিলেন। সেই সাঁকো একাধিকবার গ্রামবাসীরা সংস্কারও করেছেন।

+

তিলতিল করে গড়ে তুলেছিলেন গ্রামবাসীরা, বর্ষায় সেটাও গেল! কী করবেন, ভেবেই অস্থির মানুষ

ভেঙে পড়েছে কাঠের সেতু।

ক্যানিং, সুমন সাহা: একদা মধ্যযুগের দাপুটে নদী পিয়ালি। সুন্দরবনের উপর দিয়েই বয়ে চলতো। প্রাকৃতিক পরিবর্তনের কারণে পিয়ালি নদী বর্তমানে থাকলেও অতীতের সেই দাপট আর নেই। এহেন পিয়ালি নদীর দুই তীরে অসংখ্য গ্রাম। হাজার হাজার মানুষের বসবাস। নদীর দুই পারের সাধারণ মানুষ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এলাকার বাসিন্দারা পিয়ালি নদীতে খেয়া নৌকা পারাপার হয়ে যাতায়াত করতেন। তা ও আবার জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়হীন দড়ি বেয়ে নৌকা করে নদী পারাপার হতেন সাধারণ মানুষ।

Scroll to Top