তিন যুগ পেরিয়ে ৩৭ বছরে পা দিল শেল্‌টেক্‌

তিন যুগ পেরিয়ে ৩৭ বছরে পা দিল শেল্‌টেক্‌

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেড আজ ১২ মার্চ, বুধবার ৩৭ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথচলায় শেল্‌টেক্‌ দেশের আবাসন খাতের বাইরে সিরামিকস, কনসালট্যান্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রপার্টি ম্যানেজমেন্ট, কার্গো পরিবহন, এসপিসি পোল, বুটিক হোটেল, ব্রোকারেজ হাউসসহ বহু ব্যবসায় যুক্ত হয়ে শক্তিশালী কনগ্লোমারেট শিল্পগোষ্ঠী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

Scroll to Top