তরুণ ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।
আজ রোববার ৩ জুলাই বিকেলে রাজধানীর শাহবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।
তিনি বলেন, আজকে আমার সামনে উপস্থিত লাখ লাখ তরুণ-তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার। আজকে যারা প্রবীণ তাদের অভিজ্ঞতা ও পরামর্শ; আর তোমাদের বিচক্ষণ এবং বুদ্ধিমত্তায় নির্মিত হবে আগামী দিনের বাংলাদেশ, গত দেড় দশকের লাখো শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ।
তিনি বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, পলাতক স্বৈরাচারের শাসন আমলের গত দেড় দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩ কোটি ভোটারসহ সবার সমর্থন ও সহযোগিতা চাই।
তরুণদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে, তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের প্রতিটি সেক্টরে একমাত্র তোমাদের যোগ্য নেতৃত্বই পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে।
সব শিক্ষার্থীকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকার দরকার নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমি মনে করি সকল ছাত্র-ছাত্রীকেই কোন একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে, এটি কোন জরুরি বিষয় নয়। তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য, নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সবচেয়ে বেশি জরুরি।’
১৯৭১ ও জুলাই গণ-অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশে দেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি দেখতে চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল ও শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসার মো. ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বক্তব্য রাখেন।