তানভীরের পাঁচ, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

তানভীরের পাঁচ, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

সিরিজ হারের শঙ্কা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানে ম্যাচ জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ম্যাচেই পাঁচ উইকেটের দেখা পেয়েছেন বাঁহাতি তানভীর। ম্যাচসেরার পুরস্কার উঠেছে এ স্পিনারের হাতে।

২৪৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচেও রান পাননি পাথুম নিশাঙ্কা, ৫ রান করে বিদায় নেন। এ সময় কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা ৬৯ রানের জুটি গড়েন। বাংলাদেশ বোলারদের উপর চড়াও হয়েছিলেন কুশল মেন্ডিস। ২০ বলে তুলে নিয়েছিলেন ফিফটি, তাকে সাজঘরে পাঠান তানভীর।

এরপর শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার তেমন জুটি গড়তে পারেনি। তবে একপাশ একাই লড়ে যান জানিথ লিয়ানেগে। ডানহাতি এ ব্যাটার পঞ্চম উইকেট জুটিতে কামিন্দু মেন্ডিসের সাথে ২৭, সপ্তম উইকেটে ভানিডু হাসারাঙ্গার সাথে ২৪ রানের জুটি গড়েন।

শ্রীলঙ্কাকে অলআউট করা সময়ের ব্যাপার মাত্র, তখন বাধ সাধেন দুশমন্ত চামিরা ও লিয়ানেগে। নবম উইকেট জুটিতে এ দুই ব্যাটার ৫৮ রানের জুটি গড়েন। একপাশে দাঁড়িয়ে থাকা লিয়ানেগে তুলে নেন ফিফটি। তীরে এসে তরি ডুবান, আউট হন ৭৮ রানে। শ্রীলঙ্কার খেলা মোটামুটি সেখানেই শেষ হয়ে যায়।

বাংলাদেশের তানভীর ইসলাম ৪১ রানে ৫ উইকেট নিয়েছেন। তানজিম হাসান সাকিবের ২ উইকেটের পর একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও শামিম হোসেন পাটোয়ারি।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ব্যর্থ হলেও প্রথম ফিফটি তুলে নেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সাথে ৬৩ রানের জুটি গড়েন ইমন।

শান্তর বিদায়ে ইমন জুটি গড়েন তাওহিদ হৃদয়ের সাথে। এ জুটিতে আসে ৩৭ রান। এবার আউট হন ইনিংসের সর্বোচ্চ ৬৭ রান করা ইমন। এরপর হৃদয় শামিম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনিকের সাথে আরও দুটি কার্যকরী জুটি গড়েন। বাংলাদেশের রান ২০০ অতিক্রম করে এ সময়। দীর্ঘ দিন পর ফিফটি তুলে নেন হৃদয় তবে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

শেষ উইকেট জুটিতে তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান গড়েন ২৩ বলে ৩০ রানের কার্যকরী জুটি। তাদের জুটির কল্যাণে প্রায় আড়াইশ রানের কাছাকাছি পৌঁছায় বাংলাদেশ। সাকিব ৩৩ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার সবচেয়ে কার্যকরী বোলার ছিলেন আসিথা ফের্নান্দো। ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন ধসিয়ে দিয়েছেন তিনি। এছাড়া ভানিডু হাসারাঙ্গা ৩টি, দুশমন্ত চামিরা ও চারিথ আশালঙ্কা একটি করে উইকেট নিয়েছেন।

Scroll to Top