জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুন:প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত নেই। তবে বেশ কিছু সাংবিধানিক প্রশ্নে এবং মৌলিক সাংবিধানিক সংস্কারে ঐকমত্যে পৌঁছানো যায়নি। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা করে তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের পথ বের করবেন রাজনীতিবিদরা। জুন মাসে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথাও জানান তিনি।