বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। যাচ্ছিলেন ঢাকায় একটি বিদায়ী নৈশভোজে যোগ দিতে। কিন্তু পথে নেমে দেখলেন তীব্র যানজট। তাই গাড়ি রেখে পাঠাও সার্ভিসের বাইকে চেপেই ছুটলেন দাওয়াতে।
বুধবার (৪ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। সেই অভিজ্ঞতা নিজের টুইটারে জানান এ রাষ্ট্রদূত। এক টুইটে রাতের রাস্তার ভিডিও এবং বাইক চালকের সাথে একটি সেলফি পোস্ট করেন রাষ্ট্রদূত তুরান।
This is what you do in #dhakatrafficjam when you are at risk of being 45 mins late to your own farewell dinner. You call a @PathaoBD bike and you are on time 😊 Gratis helmet service included! pic.twitter.com/oFgCGrdtL3
— Mustafa Osman Turan (@Mustafa_O_Turan) January 4, 2023
ক্যাপশনে তিনি লেখেন, আপনার নিজের বিদায়ী ডিনারে ৪৫ মিনিট দেরি হওয়ার ঝুঁকি থাকলে আপনি এটিই করেন। আপনি সময়মতো পৌঁছাতে একটি পাঠাও বাইক কল করুন। এ সার্ভিসে বিনামূল্যে হেলমেট পরিষেবা অন্তর্ভুক্ত। তুরানের এই পোস্ট মূলত ঢাকার রাস্তার তীব্র যানজটকেই নির্দেশ করে দেয়া তা বলা অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, মিশুক স্বভাবের ব্যক্তিত্ব মুস্তাফা ওসমান তুরান ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে শিগগিরই দেশে ফিরবেন বলে জানা গেছে।
এএআর/