বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেয়র তাপস যে বক্তব্য দিয়েছেন, এটাই হচ্ছে তাদের কথা বলার চরিত্র ও মানসিকতা। তাদের সব কিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। এটা হচ্ছে তাদের জমিদারি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেয়া হবে না; গতকাল বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এমন কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি আরও বলেন, লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন বিএনপি মহাসচিব।
ডিএনসিসির মেয়র তাপসের বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, আমরা এই ধরনের কথার গুরুত্ব দেই না। কারণ অতীতে আমরা এগুলো অনেক ফেস করেছি। এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না।
/এমএন