অভিনেত্রী আজমেরী হক বাঁধন শুরু করতে যাচ্ছেন নতুন একটি সিরিজের কাজ। ‘গুটি’ নামের সিরিজটিতে ড্রাগ ডিলার সুলতানা চরিত্রে অভিনয় করছেন তিনি।
ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল সিরিজ গুটি। এটি পরিচালনা করছেন শঙ্খ দাসগুপ্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজটির গল্প নিয়ে বাঁধন বলেন, ‘গুটি’র গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। তিনি খুবই মেধাবী একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি। চরিত্রটা নিয়ে শঙ্খর সঙ্গে আমার দীর্ঘদিন ধরে আলাপ চলেছে। আমি এই চরিত্রটা অনেকদিন ধরে নিজের মধ্যে ধারণ করছি।’
নিজের লুকের বিবরণ দিয়ে বাঁধন বলেন, ‘একদম প্রথমে আমার যে লুক টেস্ট হয়েছিল সেটার কস্টিউম পুরা আমি করেছিলাম। কী ওড়না পরব, কী রঙের কাপড় পরব, কোনটা পরলে একদম ওই ক্যারেক্টারের মতো লাগবে এগুলো নিয়ে পরিচালকের সঙ্গে আমার ব্যাপক আলোচনা হয়েছে।’
কাজটি নিয়ে পুরো টিম নিয়মিত রিহার্সেল করেছেন বলেও জানান বাঁধন। তিনি বলেন, ‘সিরিজে কাস্টিং কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা সবাই নিয়মিত একসঙ্গে বসে রিহার্সেল করছি। রিহার্সেলটা প্রপার হলে শুটিংয়ে গিয়ে সবার কষ্ট অনেক কমে যায়।’
নারী প্রধান চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশে ফিমেল লিডের কাজ চলে না, এই কথাটা আসলে শুনতে চাই না। কারণ এই কথাটা আমি যখন শুনেছি তখন প্রচণ্ড হার্ট হয়েছি। তবে আমি বিশ্বাস করি আগামী এক-দুই বছরের মধ্যে এই ধারণার পরিবর্তন হবে। আমরা আমাদের কাজ দিয়েই এই চিন্তার পরিবর্তন করতে পারব।’
‘গুটি’র শুটিংয়ে যাওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক শঙ্খ দাসগুপ্ত।