ড্র করে আবারও কাজাখস্তানের মুখোমুখি লাল-সবুজের মেয়েরা | চ্যানেল আই অনলাইন

ড্র করে আবারও কাজাখস্তানের মুখোমুখি লাল-সবুজের মেয়েরা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে টপ-ফোর পুলের শেষটা ভালো হল না বাংলাদেশের। লিড পেয়েও ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল। কাজাখস্তানের বিপক্ষে শেষ মিনিটে গোল হজম করে ড্রতে থামতে হয়েছে মেয়েদের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের মুখোমুখিই হচ্ছে বাংলাদেশ।

শুক্রবার চীনের দাজহুতে টপ-ফোর পুলে নিজেদের শেষ ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে সমতায় ফেরে। তৃতীয় কোয়ার্টারের শুরুতে লিড নেয় লাল-সবুজের দল। শেষ মিনিটে পেনাল্টি স্ট্রোকে সমতায় ফেরে কাজাখস্তান।

প্রথমবারের মতো প্রতিযোগিতাটিতে অংশ নিয়ে পুল পর্বে রানার্সআপ হয়ে সেরা চারে ওঠে বাংলাদেশ। ফাইনালে ওঠার টপ-ফোর পুল পর্বে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ৯-০ গোলে হারে। কাজাখস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে ড্র করে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে এপর্বে চতুর্থ হয় কাজাখস্তান।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রোববার বাংলাদেশের মেয়েরা ফের কাজাখস্তানের মুখোমুখি হবে। ফাইনালে লড়বে চীন ও জাপান।

Scroll to Top