চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, অন্তত ৬০ দিন আগে নির্বাচনের ঘোষণা আসবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দুই মাস, অর্থাৎ ৬০ দিন আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেওয়া যেতে পারে।
তিনি বলেন, রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দুই চার দিন সময় দিতে হবে।
আগামী মাস থেকেই নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার এডুকেশনের কাজ করবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে।
তিনি জানান, নির্বাচনি প্রচারণায় এআই-এর ব্যবহার ও ভুয়া তথ্য প্রচার প্রতিহত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক উদ্দেশ্য হল, ব্যান্ডউইথ না কমিয়ে নির্বাচনটা করা।
ভোটের দিন সংবাদমাধ্যমসহ কেউই ড্রোন ব্যবহার করতে পারবে না বলেও জানিয়েছেন সানাউল্লাহ। তিনি বলেন, কারণ কোনটা সংবাদমাধ্যমের এবং কোনটা সংবাদমাধ্যমের না, তা চিহ্নিত করা অনেক কঠিন।