পুলিশ জানায়, রোববার রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশ ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর বসায় স্থানীয় একদল ব্যক্তি। সেখানে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এসআই রেদোয়ান ইসলাম, ছাত্রদল নেতা শাকিবুলসহ আরও কয়েকজন উপস্থিত হন। তাঁরা জুয়ার আসরে বসা লোকজনকে মারধর করেন এবং টাকা ছিনিয়ে নেন। তবে লোকজনের সন্দেহ হলে ফোন করে বিমানবন্দর থানায় বিষয়টি জানান। তখন থানা থেকে জানানো হয়, ওই এলাকায় বিমানবন্দর থানার পুলিশ কোনো অভিযানে যায়নি।
পরে স্থানীয় লোকজন রেদোয়ান ও শাকিবুলকে আটক করে মারধর করেন। অন্য দুজন পালিয়ে যান। পরে আটক দুজনকে বিমানবন্দর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি হাতকড়া উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা জমিদারবাড়ির বাসিন্দা সৌরভ মিয়া চারজনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা করেন। গতকাল বিকেলে ওই দুজনকে বরিশাল মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।