ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদের জন্য প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ডাকসুতে ভিপি হিসেবে আবিদুল ইসলাম খান আবিদ, জিএস তানভীর বারী হামিম এবং এজিএস তানভীর আল হাদী মায়েদকে দলটির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেয়ার শেষ দিন আজ। বুধবার (২০ আগষ্ট) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবে প্রার্থীরা।
সবগুলো পদের জন্য মনোনয়ন দেয়নি দলটি। জুলাই অভুত্থানে গুরুত্বর আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে ওই পদে নিজেদের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে মনোনয়ন দিচ্ছে না ছাত্রদল।
জানা গেছে, জুরাইন কবরস্থানে শহীদ আনাসের কবর জিয়ারত এর মধ্য দিয়ে ছাত্রদল নির্বাচনী প্রচারণা শুরু করবে।
জুলাই অভ্যুত্থানে চানখারপুলে শহীদ হন আনাস। ভিপি প্রার্থী আবিদুলের আহ্বানে সাড়া দিয়ে সেদিন অনেকের মত আন্দোলনে নেমেছিলেন আনাস।