জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকাণ্ডের এক যুগের বেশি সময় পর সেই মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
এছাড়াও এই মামলায় আরও ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার ১৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। ১৩ বছর আগের ঘটনায় আজ এ রায় দিয়েছে বিচারিক আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ, বকুল মিয়া, মাসুম মিন্টু ওরফে মিন্টু, মো. হোসেন মিজি এবং সাঈদ ব্যাপারী। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
২০১২ সালের ২৩ আগস্ট মহাখালীতে নিজের বাড়িতে খুন হন ডা. নিতাই। এ ঘটনায় ডা.নিতাইয়ের বাবা তড়িৎ কান্তি দত্ত ঘটনার দিনেই বনানী থানায় মামলা করেন।
চুরি করার সময় দেখে ফেলায় ডা. নিতাইকে হত্যা করা হয়। আসামিরা নগদ পাঁচ লাখ টাকা ও দুইটি স্বর্ণের বালা নিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছিলো দায়েরকৃত মামলার এজাহারে।