খোলাবাজারে এখনো ডলারের সংকট রয়েছে। কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক এবং ফরেন এক্সচেঞ্জ ডিলারদের সমন্বয়ে কয়েকটি ক্ষেত্রে ডলারের দাম বেঁধে দিলেও খুচরা বাজারে এর প্রভাব নেই। ব্যাংক থেকে চাহিদামতো না পাওয়ায় মানি এক্সচেঞ্জ থেকে সাধারণ ক্রেতাদের অনেক বেশি দামে ডলার কিনতে হচ্ছে।