টেস্ট হবে ৪ দিনের, শুধু তিন দেশ খেলবে ৫ দিন | চ্যানেল আই অনলাইন

টেস্ট হবে ৪ দিনের, শুধু তিন দেশ খেলবে ৫ দিন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭-২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে ছোট দলগুলোর জন্য চারদিনের টেস্ট ম্যাচ অনুমোদন দিতে প্রস্তুত। তবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জন্য পাঁচদিনের ঐতিহ্যবাহী টেস্ট চালু থাকবে। এমন খবর এসেছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ানে’।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপলক্ষে লর্ডসে অনুষ্ঠিত সভায় আইসিসি চেয়ারম্যান জয় শাহ চার দিনের টেস্ট ম্যাচকে সমর্থন দেন। তার নেতৃত্বে এ প্রস্তাব সামনে এসেছে। এতে তুলনামূলক কম শক্তিশালী দলগুলোর জন্য টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ সহজ হবে বলে ধারণা সংস্থাটির।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছোট দেশগুলো টেস্ট খেলতে চায় না। কারণ তাতে খরচের সমস্যা থাকে আর সময় অনেক বেশি লাগে। এজন্য মাত্র দুই টেস্টের সিরিজ খেলা হয়। টেস্টের দৈর্ঘ্য কমলে তিন সপ্তাহের মধ্যে তিনটি সিরিজ খেলা যেতে পারে। চারদিনের টেস্ট হলে প্রতিদিনের খেলার সময় বাড়ানো হবে। তখন দিনে ৯০ ওভারের বদলে খেলা হবে ৯৮ ওভার।

চার দিনের টেস্ট নতুন নয়। ২০১৭ সালে এটি প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে চালু হয়। ইংল্যান্ড সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে এমন একটি ম্যাচ খেলে। এর আগে আয়ারল্যান্ডের সঙ্গেও তারা ২০১৯ ও ২০২৩ সালে চার দিনের ম্যাচ খেলেছে।

তবে আসন্ন ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র আগের মতোই পাঁচদিনের টেস্টে খেলা হবে। মঙ্গলবার গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট দিয়ে এই চক্রের সূচনা হয়েছে। চক্রে মোট ২৭টি টেস্ট সিরিজ হবে ৯টি দেশের মধ্যে। এরমধ্যে ১৭টিই দুই ম্যাচের সিরিজ, ছয়টি হবে তিন ম্যাচের।

Scroll to Top