টি-টেন লিগে আফিফ

টি-টেন লিগে আফিফ

টি-টেন লিগে আফিফ

চতুর্থ বাংলাদেশি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টেন লিগের প্লেয়ার ড্রাফটে নাম লিখিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে টি-টেন কর্তৃপক্ষ। আগামী ২৬ সেপ্টেম্বর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।

“ইয়াং গানস! আবুধাবি টি-টেনের ষষ্ঠ সিজনের ড্রাফটে আপনি এই তরুণদের মধ্যে কাকে বাছাই করতে সমর্থন করছেন?”-টি-টেনের অফিশিয়াল ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে  

 

অবশ্য টি-টেন লিগে খেলার অভিজ্ঞতা আফিফের কাছে নতুন কিছু নয়। এর আগেও ২০২০-২১ মৌসুমে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন বাঁহাতি এই ব্যাটার, দলটির আইকন ক্রিকেটারও ছিলেন তিনি। আফিফ ছাড়াও সবশেষ প্রকাশিত ড্রাফটে নাম লিখিয়েছেন পাথুম নিশাঙ্কা, ফজলে হক ফারুকী, দিলশান মাদুশাঙ্কা, জর্ডান কক্স, হ্যারি টেক্টর, ইজহারুল হক নাভিদ এবং আভিষ্কা ফার্নান্দো।

টি-টেন লিগের দল ‘বাংলা টাইগার্স’-এর আইকন প্লেয়ার হিসেবে থাকছেন সাকিব আল হাসান। আফিফের আগে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইতোমধ্যেই ড্রাফটে নাম লিখিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার মুস্তাফিজুর রহমান।

আগামী ২৩ নভেম্বর থেকে টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু হবে। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দল হলো-বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, নর্দার্ন ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

 

 

 

Scroll to Top