টানা ১১ ম্যাচ জয়ের পর হার দেখল ভারত | চ্যানেল আই অনলাইন

টানা ১১ ম্যাচ জয়ের পর হার দেখল ভারত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ডারবানে চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬১ রানে হার দেখেছিল সাউথ আফ্রিকা। গেবেখায় ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। ত্রিস্তান স্টাভসের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর হার দেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। জয়ে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরল সাউথ আফ্রিকা।

সেন্ট জর্জেস পার্কে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় সাউথ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১২৪ রান তোলে সূর্যকুমার যাদবের দল। জবাবে নেমে ১ ওভার হাতে রেখে ৩ উইকেটে জিতে যায় প্রোটিয়া বাহিনী।

ভারতের শুরুটা ভালো হয়নি। ১৫ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায়। তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল হাল ধরেন। দলীয় ৪৫ রানে তিলক (২০ বলে ২০ রান) এবং ৭০ রানে অক্ষর (২১ বলে ২৭ রান) আউট হওয়ার পর রিংকু সিংও ক্রিজে টেকেননি। ১১ বলে ৯ রান করে ফিরে যান। পরে আর্শদীপ সিংকে নিয়ে ইনিংস শেষ করেন হার্দিক পান্ডিয়া। ৪৫ বলে ৩৯ রান করেন। ৬ বলে ৭ রান করেন আর্শদীপ।

জবাবে নেমে প্রোটিয়াদেরও বেগ পোহাতে হয়েছে। ভারতের বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৭ রান খরচায় চার উইকেট নেন। তবে দলের পরাজয় এড়াতে পারেননি।

GOVT

চারে নামা ত্রিস্তান টেনে নেন দলকে। জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ৪১ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া রেজা হেনড্রিক্স ২১ বলে ২৪ এবং জেরাল্ড কোয়েটজি ৯ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

Chokroanimation

Scroll to Top