টাঙ্গাইলে বাস চাপায় ২ জন নিহত | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলে বাস চাপায় ২ জন নিহত | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় অটোরিকশা চালক ও এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

;

রোববার (২৩ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার ভাবলা এলাকার মৃত ছাকু মন্ডলের ছেলে অটোরিকশা চালক হাসেন (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১১)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এলেঙ্গা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাবলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় আরও দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সবুজকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক আতিকুর রহমান জানান, ঘটনার পরই চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে। বাসটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top