জেতেন হানসিকা: বলিউডের একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী!

জেতেন হানসিকা: বলিউডের একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী!

শিশুশিল্পী হিসেবে একবার জনপ্রিয়তা পেয়ে গেলে সেই ইমেজ ভাঙা খুব কঠিন হয়ে পড়ে অভিনেত্রীদের জন্য। তবে বলিউডের একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী হানসিকা মোতওয়ানি সে কাজটি ভালোভাবেই করছেন বলা যায়। টিভি সিরিয়াল শাকা লাকা বুম বুম দিয়ে একসময় দেশ-বিদেশে সবার কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন তিনি মিলেনিয়ামের শুরুতে।

জেতেন হানসিকা: বলিউডের একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী!

এরপর ২০০৭ সালে নায়িকা হিসেবে অভিষেকের জন্য দক্ষিণে ফিল্মফেয়ার জেতেন হানসিকা। হিন্দি ডেব্যুর জন্যও একই বছর তিনি ফিল্মফেয়ারে মনোনীত হন। তখন হানসিকার বয়স মাত্র ১৫। এ নিয়ে বেশ বিতর্কও হয়। অপরূপা সুন্দরী এই অভিনেত্রী শিশুশিল্পী থেকে ধীরে ধীরে পুরোদস্তুর আবেদনময়ী ইমেজ গড়ে তুলেছেন সময়ের সঙ্গে। দক্ষিণে বেশ কিছু সিনেমা করে প্রশংসিতও হয়েছেন।

জেতেন হানসিকা

বলিউডে ডেব্যুর পর আর তেমন কোনো হিট দেননি তিনি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময় বেশ সক্রিয় এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম ফলোয়ার অনেক। হানসিকার নানা ফটোশুটের আবেদনময়ী ছবিগুলো প্রায়ই ট্রেন্ডে থাকে। চলুন তবে এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে একটু ঢুঁ মেরে আসা যাক।

জেতেন হানসিকা

হানসিকার কমলা বডিকন ড্রেসে ফুলস্লিভ ও ড্রেপ ডিজাইন। পার্ল বসানো আইভরি জ্যাকেটের সঙ্গে স্লিট দেওয়া স্কার্টে বসলেডি আমেজ। গোলাপি বডিকন কেপ ড্রেসে সিকুইনের ভরপুর কারুকাজ। শিয়ার ফেব্রিকের বডিকন ন্যুড ড্রেসে বড় সিকুইন ও স্টোনওয়ার্ক করা। কালো টপ ও স্কার্টের সঙ্গে সিকুইনের কাজ ও এমব্রয়ডারি করা নজরকাড়া জ্যাকেট পরেছেন হানসিকা।

Scroll to Top