জুলাইয়ে ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

জুলাইয়ে ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে ফেলে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) তাকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ঘটনায় সাভার থানা পুলিশ অভিযান চালায়। তাদেরকে সহযোগিতা করে রুপগঞ্জ থানা পুলিশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

২০২৪ সালের ১৮ই জুলাই সাভারে শিক্ষার্থীদের আন্দোলনের সময় এপিসি থেকে ফেলে দেওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় মারা যান ইয়ামিন।

তখন ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে নির্মমভাবে ফেলে দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নানা ক্ষোভ ও প্রতিক্রিয়াও তৈরি হয়েছিল।

Scroll to Top