জুলাই হত্যাকাণ্ড: সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ জন ট্রাইব্যুনালে | চ্যানেল আই অনলাইন

জুলাই হত্যাকাণ্ড: সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ জন ট্রাইব্যুনালে | চ্যানেল আই অনলাইন

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, আমলা ও পুলিশ কর্মকর্তাসহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সকালে পৃথক প্রিজন ভ্যানে করে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তাদের মধ্যে আছেন সাবেক ১১ জন মন্ত্রী। তারা হলেন- আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডা. দীপু মনি।

এছাড়াও আছেন- সাবেক  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ জন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

সাবেক মন্ত্রী শাজাহান খান অসুস্থ থাকায় তাঁকে হাজির করা হয়নি।

এর আগে, গত ২০ শে এপ্রিল জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের আদালতে হাজির করা হলে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Scroll to Top