জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সম্প্রতি দেয়া ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
বুধবার ৬ জুলাই এক বিবৃতিতে দলটি জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন।
বিবৃতিতে আরও বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতেই হতে হবে। এর আগে ওই ঘোষণাপত্রকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে।
দলটি আরও বলেছে, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রমাণ করা অত্যাবশ্যক।