অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া চূড়ান্ত করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে।
শনিবার (২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এক পোষ্টে জানানো হয়েছে, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত সকল পক্ষের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
সরকার জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি ও অনুষ্ঠানস্থলের তথ্য শিগগিরই আলাদাভাবে ঘোষণা করা হবে। এই ঘোষণাপত্রে বর্তমান রাজনৈতিক সংকটের উত্তরণ, আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা, এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি উল্লেখ থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, জুলাই ঘোষণাপত্র হতে যাচ্ছে চলমান রাজনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ভবিষ্যতের রাষ্ট্র কাঠামো ও শাসনব্যবস্থার দিকনির্দেশনা দেবে।