জুলাই গণহত্যার বিষয়ে যে বার্তা দিলেন ভলকার তুর্ক

জুলাই গণহত্যার বিষয়ে যে বার্তা দিলেন ভলকার তুর্ক

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, জুলাই গণহত্যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের হেড অফিস পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে। এছাড়া বাংলাদেশে সংস্কার উদ্যোগে মানবাধিকার বিষয়ে সরকারের সঙ্গে কথা হয়েছে তার।

আজ বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা হয় তা নিয়েও কথা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন, জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছি। আমাদের হেড অফিস পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিস জানিয়েছে, ভলকার তুর্ক সফরকালে ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

GOVT

সফরকালে হাইকমিশনার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে দেখা করার কথা রয়েছে।

তুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি ভাষণ দেবেন, যেখানে তিনি সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

ভলকার তুর্ক আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশে দুদিনের সফরে এসেছেন। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভলকার তুর্ককে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

Chokroanimation

Scroll to Top