জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ | চ্যানেল আই অনলাইন

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি জানান, আজ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে ভারতের সঙ্গে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্দরের সকল অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ রয়েছে। একদিন বন্ধের পর আগামীকাল বুধবার সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর যেকোনো দিবস বা ঈদ উপলক্ষ্যে বন্ধ থাকে। কিন্তু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এসবের বাইরে। যেকোনো সরকারি ছুটিতে ভারতের সঙ্গে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকে, আজও রয়েছে।

Scroll to Top