জুলাই গণঅভ্যুত্থান দেশে এনেছে বিপ্লব: ইউজিসি চেয়ারম্যান

জুলাই গণঅভ্যুত্থান দেশে এনেছে বিপ্লব: ইউজিসি চেয়ারম্যান

জুলাই গণঅভ্যুত্থান দেশে এনেছে বিপ্লব: ইউজিসি চেয়ারম্যান

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান দেশে বিপ্লব এনেছে। এর পুরো কৃতিত্ব ছাত্র-জনতার। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে জুলাই আন্দোলন নিয়ে আন্ত:হল মুক্ত গদ্য রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ফায়েজ বলেন, শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে আগামীর পৃথিবীর জন্য। আজকের কাজ আগামীর জন্য ফেলে রাখা চলবে না।

পরে গদ্য রচনায় নারী ও পুরুষ বিভাগে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও অর্থ তুলে দেয়া হয়। পাশাপাশি, অংশগ্রহণকারী প্রতিযোগীদেরও সার্টিফিকেট বিতরণ করা হয়।

/এএম

Scroll to Top