<![CDATA[
রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিবুর রহমান লিসান নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। জামিয়া এছাকিয়া আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়ত সে।
বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামপুর থানাধীন জুরাইনের মাদ্রাসাটিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক লিসানকে মৃত ঘোষণা করেন।
এছাকিয়া মাদ্রাসার বোর্ডিং সুপার মো. ইয়াসিন আরাফাত জানান, হেফজ বিভাগের শিক্ষার্থী লিসান মাদ্রাসার পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় থাকত। বুধবার সকালে নাস্তা করার জন্য ২০ টাকা নিয়ে রুম থেকে বের হয়। তবে তৃতীয় তলার বারান্দা দিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা ওই ২০ টাকার নোটটি পড়ে গিয়ে পাশের একটি টিনশেড চালের ওপর আটকে যায়। তখন সে পাশের টিনশেডের ওপর নামে। সেখানে নামার পরপরই অচেতন হয়ে পড়ে।
দেখতে পেয়ে তাকে উদ্ধারের জন্য তখন মাহবুব ও ইয়ামিন নামে তার দুই সহপাঠী টিনের চালের ওপর নামে। সঙ্গে সঙ্গে তারাও বিদ্যুতায়িত হয়। তবে তারা তেমন আক্রান্ত হয়নি। দুজনই লিসানকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে।
আরও পড়ুন: সাভারে সিলিন্ডার কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু
পরে লিসানকে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোর্ডিং সুপার ইয়াসিন আরও জানান, মঙ্গলবার (১৬ মে) রাতে ঝড়বৃষ্টির কারণে বিদ্যুতের কোনো তার ছিড়ে টিনের চালের ওপর পড়ে ছিল বলে ধারণা তাদের। সেখান থেকেই লিসান বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তার পরিবার ঢাকার কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় থাকে। তাদের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডায়। লিসানের বাবার নাম মজিবর হাওলাদার।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
]]>