কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের বিপক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগে প্রাথমিক বাছাইপর্ব খেলতে নেমেছিল আবাহনী লিমিটেড ঢাকা। জাতীয় স্টেডিয়ামে মুরাসের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের ক্লাবটি। সফরকারী কোচ সের্গেই পুচকভ আবাহনীর স্ট্রাইকার সোলেমান দিয়াবাতের প্রশংসা করেছেন।
আবাহনীর হয়ে এ ম্যাচেই অভিষেক হয়েছে দিয়াবাতের। ম্যাচ শেষে মুরাস কোচের কাছে দিয়াবাতের বিষয়ে প্রশ্ন গিয়েছিল। বললেন, ‘দিয়াবাতে ম্যাচে অনেক সমস্যা করেছে। সে সত্যিই একজন ভালো স্ট্রাইকার। তার কাজ, কী করতে হবে সেটা ভালো জানে। আবাহনীর হয়ে সে-ই সেরাটা দিয়েছে।’
‘এখানে খেলা খুব কঠিন ছিল। বিশেষ করে এই কন্ডিশনে খেলা আমাদের ছেলেদের জন্য কঠিন। খুব গরম ছিল মাঠে। বসে যারা ছিল তারাও হাসফাঁস করেছে। আর মাঠে যারা খেলেছে আরও গরম লেগেছে তাদের। তারপরও ছেলেদের ধন্যবাদ লড়াই করার জন্য। দারুণ স্পিরিট নিয়ে খেলেছে ওরা।’
প্রথমবার এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে এসেই চূড়ান্ত পর্বে উঠেছে মুরাস ইউনাইটেড। বাংলাদেশে খেলা নিয়ে এ কোচ বললেন, ‘আবাহনী খুব ভালো টিম। ম্যাচটা ওদের জন্য কঠিন ছিল। কারণ ওদের লিগ ছিল না। আমরা লিগের মধ্যে আছি। বেশ কিছু ম্যাচ খেলে এসেছি। এটা আমাদের জন্য কাজে দিয়েছে।’