রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশ তার বাতিল হওয়া নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
আজ (২ জুন) সোমবার বেলা ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে জামায়াতের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে।
বৈঠক শেষে সাংবাদিকদের ড. হামিদুর রহমান আযাদ বলেন, আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছেন। আমরা আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক দ্রুত ফিরে পাবো। নিবন্ধন সংক্রান্ত আদালতের রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে ইসি।
তিনি জানান, অতীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতের প্রতীক বাতিল করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর এখন প্রতীক ও নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে ফিরে পাওয়ার কথা রয়েছে। “আমরা ইসিকে বলেছি যাতে কোনো বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে নিবন্ধনের বিষয়টি কার্যকর করা হয়,” যোগ করেন তিনি।
প্রতিনিধি দলে ড. হামিদুর রহমান আযাদের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
এর আগে, ১ জুন রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়।
জামায়াতের দাবি, আদালতের নির্দেশনা অনুযায়ী ইসিকে আর কোনো প্রক্রিয়ায় না গিয়ে স্বয়ংক্রিয়ভাবেই নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিতে হবে। এখন ইসির দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে দলটি।