জামায়াত পারলে, আ. লীগ কেন নির্বাচন করতে পারবে না : জিল্লুর রহমান

জামায়াত পারলে, আ. লীগ কেন নির্বাচন করতে পারবে না : জিল্লুর রহমান

জুমবাংলা ডেস্ক : টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, জামায়াত যদি নির্বাচন করতে পারে, আওয়ামী লীগ কেন পারবে না? আমাকে যুক্তি দিয়ে এটা বোঝাতে হবে। অনেকেই বলেন, আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, আমিও বলি আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তাদের ক্ষমা চাইতে হবে। কিন্তু একই সঙ্গে যদি আমি জামায়াতকে ক্ষমা চাইতে বলি- সেটা কি অন্যায় হবে? গত ৫৩, ৫৪ বছরে জামায়াত ক্ষমা চায়নি। তার জন্য আমাদের অসংখ্য মানুষ জীবন দিয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে।

জামায়াত পারলে, আ. লীগ কেন নির্বাচন করতে পারবে না : জিল্লুর রহমানজামায়াত পারলে, আ. লীগ কেন নির্বাচন করতে পারবে না : জিল্লুর রহমান

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

জিল্লুর রহমান বলেন, কাগজ-কলমের খোঁচায় আওয়ামী লীগ যেমন জামায়াতকে নিষিদ্ধ করে ঠিক করেনি এবং সেটা প্রতিষ্ঠাও করতে পারেনি। তেমনই আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করে সেটা প্রতিষ্ঠা করা যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যে আইন করা হয়েছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সোচ্চার ছিলেন, তিনিও এর নিন্দা জানিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ৮ তারিখ রাত থেকেই কিন্তু আমি একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছি। এটা আওয়ামী লীগের দোসর হওয়ার জন্য নয়, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য নয়, বা তাদের মিত্র ভারতকে খুশি করবার জন্য নয়, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আওয়ামী লীগের প্রতিটি অপরাধের সর্বোচ্চ শাস্তি হোক- সেটা যেমন আমি চাই, কিন্তু নিরপরাধ যারা বা দল হিসেবে তাদেরও একটা ইতিহাস আছে, বাংলাদেশের প্রতিষ্ঠার ইতিহাস আছে, তাদের একটা রাজনীতি আছে, সেই বাকস্বাধীনতা হরণ করবার পক্ষে আমি নই, তাদের যে ভোট দেবার, ভোট করবার অধিকার আছে- সেটার পক্ষে আমি।

তিনি আরো বলেন, ৮ তারিখ রাত থেকেই বলছি, একই সঙ্গে আমার এই চাওয়াটা আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন, নির্বাচন করবেন, বিএনপিসহ অন্যান্য দল, তাদেরও পক্ষে যায়, তাদের জন্য কল্যাণকর, তারা শেখ হাসিনার আমলের মত একটা এক পেশে নির্বাচনে জয়ী হচ্ছেন না।

Scroll to Top