নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন ওআইসিভুক্ত বিভিন্ন দেশের ঢাকার মিশন প্রধানরা। সোমবার (১৭ মার্চ ) বেলা ১১ টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছিল।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের প্রস্তুতি তুলে ধরেছি। প্রবাসীদের ভোটের বিষয়ে সহযোগিতা চেয়েছি তাদের কাছে। বিভিন্ন দেশ পর্যবেক্ষক পাঠাতে চেয়েছে।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটের জন্য তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছি। তবে মন্দের ভালো খুঁজে বের করতে হবে। বড় আকারে প্রবাসীদের ভোট করতে চাইলে প্রক্সি ভোটিং এ যেতে হবে।